বাংলাদেশের ফিল্ডিংয়ে, মোস্তাফিজের জায়গায় তানজিম।

 **বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিল বাংলাদেশ**





অরুন জেটলি স্টেডিয়ামে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিল বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, "ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট। তাই ফিল্ডিং বেছে নিলাম।"


অন্যদিকে, শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস বলেছেন, "ব্যাটিং করতে কোনোই আপত্তি ছিল না। তবে টস হেরে গেলে ফিল্ডিং ভালো হবে বলে মনে করি।"


বাংলাদেশ দলে একটি পরিবর্তন আছে। মোস্তাফিজুর রহমান ফিট নন বলে জানানো হয়েছে। তার জায়গায় খেলছেন তানজিম হাসান। শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন আছে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা দলে এসেছেন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।


**উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে ১৯৮৬ সাল থেকে ওডিআই ম্যাচ খেলে আসছে। এই দুইটি দল এই পর্যন্ত ৩৩বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ২৮টি ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচ।**


বাংলাদেশ একাদশ

 লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম। 


 শ্রীলঙ্কা একাদশ 

 পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা ।

Post a Comment

Previous Post Next Post