আওয়ামী লীগ চায় না বিএনপ

বিএনপিকে দুর্বল করতে আওয়ামী লীগের কঠোর পদক্ষেপ মামলা ও গ্রেপ্তার অভিযানের মাধ্যমে বিএনপির নেতাদের একটি অংশ কারাগারে, আরেকটি অংশ আত্মগোপনে। আওয়ামী লীগ চায় না বিএনপি আর বেরিয়ে আসুক। ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা বলছেন, আওয়ামী লীগের এই নীতির সমালোচনা হলেও তারা তাতে কান দেবেন না।
এমনকি বিদেশি কারও চেষ্টা, চাপ কিংবা অনুরোধও তারা আমলে নেবেন না। বিএনপিকে এ অবস্থায় রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। 

ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ একজন নেতা প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবর পুলিশ হত্যার পর বিএনপির কর্মীরা ‘ঘরে ঢুকে’ গেছেন। এখন বিএনপিকে জমায়েত করার মতো কোনো কর্মসূচি পালনের সুযোগ দিতে চান না তারা। আওয়ামী লীগের নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, বিএনপির অবরোধ কর্মসূচি অনেকটাই সন্ধ্যায় কিছু যানবাহন পোড়ানোতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত নেতা-কর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে বিএনপির ‘সক্ষমতা’ আরও কমে যাবে।

Post a Comment

Previous Post Next Post