**ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট পরিবার কার্ড বিতরণ শুরু হচ্ছে আগামীকাল (১০ নভেম্বর)। এক কোটি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য কেনার সুযোগ পাবেন উপকারভোগীরা।
**
**টিসিবির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, আগামীকাল থেকে সারাদেশে টিসিবির স্মার্ট পরিবার কার্ড বিতরণ শুরু হবে।
কার্ডধারীরা নির্দিষ্ট কেন্দ্র থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
**
**তিনি আরও বলেন, কার্ডের মাধ্যমে টিসিবির সব ধরনের পণ্য কেনার সুযোগ পাবেন উপকারভোগীরা। পণ্য বিক্রির জন্য সারাদেশে টিসিবির ১০৮টি ডিলারশপ খোলা থাকবে।**
**উল্লেখ্য, টিসিবি সরকারের একটি ট্রেডিং প্রতিষ্ঠান। সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি। see more