১৯ নভেম্বর, ২০২৩
নওগাঁর বদলগাছী উপজেলায় বিএনপির নেতা কামাল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (১৯ নভেম্বর) নিহতের ভাই মোজাম্মেল হক বাদী হয়ে বদলগাছী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার (১৮ নভেম্বর) রাতে কামাল আহমেদ উপজেলার বয়ড়া ইউনিয়নের কালিয়া গ্রামের নিজ বাড়িতে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
মামলায় উল্লেখ করা হয়েছে, নিহত কামাল আহমেদ উপজেলা বিএনপির নেতা এবং বয়ড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তার ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, মামলাটি তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত কামাল আহমেদের জানাজা আজ সোমবার (১৯ নভেম্বর) বিকেলে বয়ড়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মীরাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন
